Event Details

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন স্মার্ট ভিলেজ

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এখন থেকে স্মার্ট ভিলেজ তৈরীর দিকে মনোযোগ দিতে হবে। তবেই গ্রাম ও শহর একত্রে মিলে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আজ শনিবার বিকেলে রুয়েটের মিলনায়তনে আয়োজিত “A Talk on Planning Smart Village” শীর্ষক হার্ডটকে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এ অভিমত ব্যক্ত করেন। আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগ আয়োজিত এই হার্ডটকে উপাচার্য আরো বলেন, এই বিভাগের শিক্ষার্থীরাই স্মার্ট ভিলেজ গড়ে তোলার টেকসই পরিকল্পনা উদ্ভাবন ও বাস্তবায়ন করতে সক্ষম হবে। এর জন্য এখন থেকেই তাদের স্মার্ট ভিলেজ গড়ার কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই হার্ডটকে ইউআরপি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সঞ্চালনায় ছিলেন ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক অনুতোষ দাস।


বার্তা প্রেরক-

স্বাক্ষরিত/-
উপ-পরিচালক
জনসংযোগ দপ্তর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়